রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, শফিপুর এলাকার সালাউদ্দিন নামক এক যুবকের নিখোঁজ ডাযেরী থানায় করা হয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টায় প্রশাসন কাজ চালিযে যাচ্ছেন বলে জানান তিনি।
রাঙামাটি রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শফিপুর শিবির এলাকার বাসিন্দা মৃত সাবেক মেম্বার মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক যুবক রবিবার থেকে নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিখোঁজ হওয়া মোহাম্মদ সালাউদ্দিন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। সালাউদ্দিনের বড় ভাই শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিন জানান, গত ৪ ডিসেম্বর রবিবার আনুমানিক সকাল ১০ টার দিকে তার বন্ধু মোক্তার হোসেনের সাথে উপজেলার দিকে আসার পর কোথায় গেছে আর জানাযায়নি। সালাউদ্দিন সন্ধ্যায় বাড়িতে না আসাতে এশারের নামাজের পর তাকে ফোন দিলে মোবাইল ফোন বন্ধ পান, এবং সারারাত ট্রাই করেও মোবাইল সংযোগ পাননি। রাজস্থলী উপজেলার আমতলি, মুবাছড়ি, নাড়াইছড়ি, বান্দরবান ইসলামপুর, রাজভিলা সহ বিভিন্ন জায়গাই খোজাখুজি করে সালাউদ্দিনের কোনো সন্ধান পায়নি তার পরিবারের লোকজন। তাকে অনেক খোজাখুজির পর নিখোঁজ সালাউদ্দিন কে না পেয়ে তার বড় ভাই শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিন বাদি হয়ে গত ৫ ডিসেম্বর সোমবার রাত ১০ টায় রাজস্থলী থানায় একটি নিখোঁজ হওয়ার সাধারন ডাযেরী করেন। এ দিকে ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান,মজিবুর রহমানের ছেলে সালাউদ্দিন কে উদ্ধারের চেষ্টায় চন্দ্রঘোনা থানা ও রাজস্থলী থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরেখবর এবং তার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। প্রশাসন উদ্ধার চেষ্টায় চালিয়ে যাচ্ছেন বলে আমাদের কে আশ্বাস দিয়েছেন।