জুরাছড়ি সেনা জোনের উদ্যোগে আজ সোমবার উপজেলা পরিষদ মাঠে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি, জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ, অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজমসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকতাগণ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শান্তি সম্প্রীতি উন্নয়ন এই মূল মন্ত্রকে ধারণ করে জনগণের নিরাপত্তার লক্ষ্যে সর্বত্র কাজ করে যাচ্ছে। এই শীতের সময় অসহায় মানুষেরা কিছুতা হলেও শীত নিবারণ করতে পারে সেজন্যে আজকের এই শীতবস্ত্র বিতরণ। এছাড়া সম্প্রতি জনতা পাড়া, শালকাপাড়া, বেলতলা আমতলা এলাকায় চিকিৎসা সেবা প্রদান এবং শীতবস্ত্রসহ বিভিন্ন গ্রামে থালাবাতি খাবার উপকরণ বিতরণ করা হয়েছিল। এসব বিতরণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।