রাঙামাটি জেলার বিলাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে আতোমং মারমা (৫০) নামে এক ইউপি চেয়ারম্যান আহত হয়েছেন। তিনি উপজেলার বরথলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
গত মঙ্গলবার (২১ মে) রাত ১১ টার দিকে উপজেলার বড়থলি ইউনিয়নের বড়থলি মারমা পাড়ায় এ ঘটনা ঘটে। এদিন ২য় ধাপে বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীরোত্তম তংচঙ্গ্যা।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই সময় চেয়ারম্যান আতোমং মারমা স্থানীয় এক আত্বীয়ের বাড়ির উঠোনে অবস্থান করছিলেন। এসময় তাকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে। এতে তার কাঁধ ও পায়ে গুলি লাগে। তাকে প্রথমে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
তার স্ত্রী হ্লাবোংপ্রু মারমার সাথে যোগাযোগ করে জানা গেছে, তিনি এখন আশংকামুক্ত আছেন।
বিলাইছড়ি থানার ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত চলছে।
প্রসঙ্গতঃ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন নিজ গ্রাম থেকে ফেরার পথে সন্ত্রাসীদের হাতে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা নিহত হন।