রাঙ্গামাটিতে অস্ত্রসহ জনসংহতির কালেক্টর আটক
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 26-01-2022
ফাইল ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ উথচিং মারমা নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৫ মে) সকালে বাড়ি থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল টিম।
আটক উথচিং মারমা আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী বলে জানা গেছে। তিনি উথইচিং মারমা রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকার মৃত ফুথইচিং মারমার ছেলে।

উথচিং মারমা জেএসএসের কালেক্টর হিসেবে কাজ করতেন বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার সকালে কাপ্তাই জোন ডেয়ারিং টাইগার্সের অধীনে বাঙ্গালহালিয়া সাব জোন কমান্ডার লেফটেন্যান্ট শিকদার সৈকত ইসলাম ও ওয়ারেন্ট অফিসার রাশেদ খানের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ গুলিসহ উথচিং মারমাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের সক্রিয় সদস্য এবং কালেক্টর হিসেবে কাজ করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে চাঁদা উত্তোলন করে আসছিলেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন