সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনাচার, জীবনবোধ, দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সহজে তুলে ধরা যায় এবং দর্শক শ্রোতা তা থেকে উপলব্ধি করতে পারে আমাদের হাজার বছরের বাংগালী সংস্কৃতির শেখড় এর উৎস ও দেশের মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাসের কথা। তেমনি এক ইতিহাস সমৃদ্ধ গীতিনৃত্যনাট্য " এই বিজয় রক্ত কেনা " উপস্হাপন করলো কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
বিজয় দিবস উপলক্ষে গত শুক্রবার( ১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টা হতে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনারে এই গীতিনৃত্যনাট্য মঞ্চস্থ হয় । যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।
এই গীতিনৃত্যনাট্যের মাধ্যমে আমাদের ভাষা আন্দোলন, জাতির পিতার ৭ই মার্চ এর কালজয়ী ভাষণ, মহান মুক্তিযুদ্ধ, লাল সবুজের বাংলাদেশ এর গ্রামীণ জনপদের ঐতিহ্য সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন সমুহ গান এবং নৃত্যের অঙ্গভঙ্গীতে তুলে ধরেছেন কাপ্তাই শিল্পকলা একাডেমির শতাধিক শিল্পি।
একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত , যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা ও বিপুল বড়ুয়ার সংগীত পরিচালনায়, নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এ্যানির নৃত্য পরিচালনায় এবং অদ্রিজা ধর ও মেসিং মারমার প্রানবন্ত উপস্থাপনায় এইসময় দেশের গান ও নৃত্য পরিবেশন করেন একাডেমির শিল্পী মোঃ রফিক, বিপুল বড়ুয়া, জ্যাকলিন তনচংগ্যা, সাদিয়া আক্তার মিতু, প্রিয়া নাথ, মেসিং মারমা, সেঁজুতি সিকদার, দিনা, অংকিতা, রিয়া, পুষ্পিতা, রাজশ্রী প্রমুখ।
নাট্যজন ও একাডেমির সদস্য আনিছুর রহমান ও সদস্য বাবলু বিশ্বাস অমিত এর সার্বিক পরিকল্পনায় গীতিনৃত্যনাট্যে যন্ত্র সংগীতে সহযোগিতা করেন ঝুলন দত্ত, অভিজিৎ দাশ কৃষাণ ও অর্নব মল্লিক।
এর আগে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এইসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিল্পকলা একাডেমির সদস্য ও কলাকুশলী এবং বিপুল সংখ্যক দর্শকশ্রোতা উপস্থিত ছিলেন।