রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবের নামকরণ করা হয়েছে হাসপাতালের প্রয়াত পরিচালক ডাঃ মং স্টিফেন চৌধুরীর নামে। গত শনিবার (১০ ডিসেম্বর) হাসপাতাল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের বর্তমান পরিচালক ডাঃ প্রবীর খিয়াং স্টাফ ক্লাবটি ডাঃ স্টিফেন চৌধুরীর নামে ঘোষণা করেন।
তারই প্রেক্ষিতে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে ডাঃ মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়াম (স্টাফ ক্লাব) নামফলক উদ্বোধন করলেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রার্থনার কার্যক্রম পরিচালনা করেন, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালক সখীয় বৈরাগী।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সদস্য বাবলা খিয়াংসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ডাঃ মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়াম (স্টাফ ক্লাব) নামফলক উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, মং স্টিফেন চৌধুরীর কাছে পাহাড়ি-বাঙালি কোনো ভেদাভেদ ছিল না। রোগীদের সেবা দিয়েছেন অকাতরে। পৃথিবীতে যেসব ব্যক্তি মানুষের সেবাদানের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, তাঁদের মধ্যে প্রয়াত মং স্টিফেন ও তাঁর স্বর্গীয় বাবা এস এম চৌধুরী অন্যতম। তাঁদের প্রচেষ্টায় এ হাসপাতাল পার্বত্য চট্টগ্রাম এবং রাঙ্গুনিয়াসহ আশপাশের মানুষের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একসময় বিদেশিরা এখানে গরিব লোকজনকে চিকিৎসা দিতেন। তাঁরা চলে যাওয়ার সময় এটি ছিল একটি কুঠির। বর্তমানে এই হাসপাতাল উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যা এলাকায় বসবাসরত মানুষের জন্য আনন্দের বিষয়।
পরে দীপংকর তালুকদার এমপি শুভ বড়দিন উপলক্ষে হাসপাতালের ডাঃ মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়ামে ভোজ সভায় অংশ নেন।