রাঙামাটিতে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ বুধবার সকালে রাঙামাটি মারী স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে দুইদিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার ১০ উপজেলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী অ্যাথলেটরা অংশ নিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজম, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামসহ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।