রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগে দুর্ধর্ষ চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখায় এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, রোববার সকালে অফিসে এসে রাবিপ্রবি'র অর্থ ও হিসাব শাখার লকার সহ বিভিন্ন আসবাবপত্র লণ্ডভণ্ড দেখে ধারণা করা হয় যে চুরির ঘটনা ঘটেছে। অফিসে এসে কর্মকর্তারা লকারের চাবি খুঁজে না পাওয়ায় তারা বুঝতে পারেন যে, চুরি শেষে চোরেরা চাবিও নিয়ে গেছে ।
চাবি না থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে নগদ ৪০ হাজার টাকা চুরি হয়েছে ।
এই বিষয়ে কোতোয়ালি থানা একটি অভিযোগ দাখিল করা হয়েছে ।
এমন চুরির ঘটনায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকন্ঠা তৈরি হয়েছে। চুরির ঘটনায় রাবিপ্রবি'র নিরাপত্তার বিষয় নিয়েও প্রশ্ন তুলছেন এখানকার সচেতন মহল। রাবিপ্রবিতে এবার প্রথম চুরির ঘটনা ঘটেছে। এখনি যদি রাবিপ্রবিতে নিরাপত্তা জোরদার করা না হয় যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার সচেতন মহল।