রাঙামাটির সাজেকের বাঘাইহাট বাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত মো.নাঈম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। আজ বুধবার (১৯ জুন) সকালে সাজেকের বটতল এলাকায় গণ অধিকার রক্ষা কমিটির আয়োজনে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়।
কমিটির আহবায়ক অতুলাল চাকমার সভাপতিত্বে সাজেক ইউপি চেয়ারম্যান বাবু ধন চাকমাসহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, বাঘাইছড়ি নির্বাচন আসলেই সশস্ত্র সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠে। রক্তের খেলায় মেতে উঠে। এরা নানাভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা করতে থাকে। তাদের কাছে সাধারণ নিরীহ মানুষ নিরাপদ নয়। নাঈমের মত নিরীহ মানুষ গুলিতে প্রাণ গেল। বক্তারা নাঈম হত্যার জড়িতদের দৃস্টান্তমূলক বিচার দাবি করেন।
গত ১৮ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে সন্ত্রাসীদের গুলিতে শান্তি পরিবহনের হেলপার মো. নাঈম একজন নিহত হন।