আওয়ামী লীগ সরকার সব সময়ই সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে বলে মন্তব্য করছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সোমবার সকালে মে দিবস উপলক্ষে রাঙামাটি জেলা শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে আসছে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত- বঞ্চিত নির্যাতিত- নিপীড়িত মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে আমাদের স্বাধীনতা সংগ্রামে এদেশের শ্রমজীবী মানুষ গৌরবোজ্জ্বল বীরত্বপূর্ণ অবদান রেখেছে।
এতে জাতীয় শ্রমিক লীগ রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তার আহমেদ সভাপতিত্বে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতাব্বর, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, জেলা কৃষক লীগের সভাপতি মো জাহেদ আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মোহসীন রোমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে শুরু জাতীর পিতা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর মে দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে থেকে র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।