চলতি ২০২১-২০২২ অর্থবছরের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনের এমপি দীপংকর তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে, আজ ২৬ জুন (রবিবার) সকালে উপজেলার হল রুমে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনের এমপি দীপংকর তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও দুর্গেশ্বর চাকমাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এদিন ৭ জনকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।