অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত বরগুনার ১৮ যাত্রীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তা নৌ-দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ড থেকে ২৭ লাখ টাকা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুষ কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
২০২১ সালে ২৪ ডিসেম্বর সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৪০ জন মানুষের মৃত্যু ঘটে ও শতাধিক যাত্রী আহত হন।