রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী চোলাই মদ সহ চাউ খই মারমা (৫৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। শনিবার (১ এপ্রিল) বিকাল ৪টা ৩৫ মিনিটে কাপ্তাই থানাধীন ব্যাঙছড়ি খেয়াংঘাট থেকে তাকে আটক করা হয়।
এসময় তার সাথে থাকা ২শত ১৭ লিটার চোলাইমদ জব্দ করে পুলিশ। আটককৃত আসামী রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার আশিকে মারমার ছেলে। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, থানার এসআই ইমাম উদ্দীন, এএসআই ইসমাইল এর নেতৃত্বে পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ব্যাঙছড়ি থেকে ২শত ১৭ লিটার চোলাই মদ'সহ চাউ খই মারমাকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো বলে তিনি জানান।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। এইছাড়া পলাতক অজ্ঞাত একজনের নামেও মামলা দায়ের করা হয়েছে। আগামী রবিবার আসামীকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে পুলিশ জানান