রাঙামাটির কাপ্তাইয়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধনী করা হয়েছে। এতে কাপ্তাইয়ের ১৫ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার সদস্য সচিব বির্দশন বড়ুয়া।
গত রবিবার বিকেলে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা উদ্যান তত্ত্ববিদ মোঃ রাশেদুজ্জামান ইমরান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে বলে জানা যায়।