কাপ্তাইয়ে ষাটোর্ধ্ব অসুস্থ পিতা পুত্রের কোলে চড়ে ভোট দিতে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 21-05-2024
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম স্কুল ভোট কেন্দ্রে পুত্রের কোলে চড়ে ভোট দিতে আসলেন ষাটোর্ধ্বো অসুস্থ পিতা মোঃ শেখ মুজিব (৬৭)। আজ মঙ্গলবার (২১ মে) বেলা ১১টায় পুত্র শেখ মোজাম্মেল হোসেন আমান এর কোলে চড়ে তিনি কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

পুত্র শেখ মোজাম্মেল হোসেন আমান এই প্রতিবেদককে জানান, তাঁর পিতা মোঃ শেখ মুজিব তিনবার ব্রেন স্ট্রোক করে বাম পাশটা প্যারালাইসড হয়ে গেছে। এতে করে তিনি প্রায় শয্যাশায়ী। তবে পিতার অনেক ইচ্ছা, তিনি উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে এসে ভোট দিবেন। তাই বাবার ইচ্ছাপূরণে তিনি বাবাকে কোলে করে কেন্দ্রে নিয়ে এসেছেন। এদিকে পিতার ইচ্ছা পুরণ করে ভোট দিতে পেরে পুত্র আমান অনেক আনন্দিত বলে জানান।

এদিকে পুত্রের কোলে চড়ে ভোট দিতে এসে অনেক খুশী ৬৭ বছর বয়সী মোঃ শেখ মুজিব। অসুস্থতার জন্য তিনি ভালো করে কথা বলতে পারেন না। তবে তিনি এই প্রতিবেদককে ইশারা দিয়ে বললেন, ভোট দিয়ে তিনি অনেক খুশী।

শেয়ার করুন