কাপ্তাইয়ে ১৩৩১ টি পরিবার পেলো ১০ টাকা দামের চাল
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 31-03-2022
ফাইল ছবি : সংগৃহীত

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের ১ হাজার ৩ শত ৩১ টি পরিবার পেলো ১০ টাকা মূল্যের চাল।

উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক নিপু চন্দ্র দাশ জানান, কর্মসূচীর আওতায় বিশ্ব খাদ্যের সংস্থার অর্থায়নে চলতি মার্চ মাসে প্রতি পরিবারকে ৩০ কেজি করে পুষ্টি চাল বিতরণ করা হয়েছে।

তিনি জানান, গত ২৮ মার্চ হতে এই বিতরণ কার্যক্রম শুরু হয় এবং ৩১ মার্চ বিতরণ কার্যক্রম শেষ হয়। তৎমধ্যে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে ২ শত ৭২, ২ নং রাইখালী ইউনিয়নে ৩ শত ৬৯, ৩ নং চিৎমরম ইউনিয়নে ১ শত ১৬, ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৩ শত ৭০ এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে ২ শত ৪ টি পরিবার সহ সর্বমোট ১ হাজার ৩ শত ৩১ টি পরিবারকে সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে ট্যাগ অফিসারদের উপস্থিতিতে এই চাল বিতরণ করা হয়েছে।

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রতিটি ইউনিয়নে এই খাদ্যবান্ধব কর্মসূচীর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা খাদ্য পরিদর্শক নিপু চন্দ্র দাশ সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন