রাঙামাটি জেলার তরুণ করদাতা হিসেবে জেলার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন লংগদু উপজেলার ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার তরিকুল ইসলাম তুহিন।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে ওয়াল্ড ট্রেড সেন্টার, আগ্রাবাদ এর বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার করদাতাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
সকালে ওয়াল্ড ট্রেড সেন্টার, আগ্রাবাদ এর বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র রেজাউল করিম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন, কর কমিশনার,কর অঞ্চল-১,চট্রগ্রাম এর ইকবাল বাহার, কর কমিশনার কর অঞ্চল-২ চট্রগ্রাম এর সামিয়া আকতার,কর কমিশনার কর অঞ্চল-৩ এর শাহাদাৎ হোসেন ও কর কমিশনার কর অঞ্চল-৪ এর ছাবিনা আকতার সভাপতিত্ব করেন কর কমিশনার (আপীল) কর আপীল অঞ্চল চট্টগ্রাম প্রমুখ।
তরুণ করদাতা ক্যাটাগরিতে সম্মাননা পাওয়া তরিকুল ইসলাম (তুহিন) বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতা হিসেবে সম্মানিত করায় ভালো লাগছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা আমাকে আরও প্রেরণা যোগাবে। এ ধরণের আয়োজন নতুন করদাতাদেরও উৎসাহিত করবে। সেই সাথে সরকারের রাজস্ব বাড়বে। দেশ ও জনগণের কল্যাণে আসবে।’
প্রসঙ্গত, জেলার সর্বোচ্চ তরুণ (৪০ বছর বয়সের নিচে) আয়কর প্রদানকারী হিসেবে সেরা করদাতা হন তরিকুল ইসলাম (তুহিন)। তিনি লংগদু উপজেলার সদর ইউনিয়নের তিনটিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে