রাতের আকাশে ঝলমল করা গ্রহ-নক্ষত্র দেখার সুযোগ পাচ্ছেন রাঙামাটির স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশব্যাপী বিজ্ঞান শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষার্থী ও তরুন প্রজন্মের সুস্থ বিনোদনের সুবিধা নিশ্চিতকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, আগামী ৫ মে শুক্রবার রাঙামাটি কেন্দ্রিয় শহীদ মিনার চত্তরে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভ্রাম্যমান অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে গ্রহ-নক্ষত্র দেখার সুযোগ করে দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। রাঙামাটি জেলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গ্রহ-নক্ষত্র দেখার সুযোগ পাবেন।
নির্ধারিত সময়ে উক্ত কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করার জন্য রাঙামাটি জেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে।