দুদকের সহায়তায় রাঙামাটির ৫০ শিক্ষা প্রতিষ্ঠানে চালু হবে সততা ষ্টোর
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 04-06-2024
ফাইল ছবি : সংগৃহীত

সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই শ্লোগানে রাঙামাটিতে দুর্নীতি  প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও তিন উপজেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  মাঝে সততা স্টোরের অনুকুলে অর্থ প্রদান করা হয়েছে। 


রবিবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যলয়, রাঙামাটি ও জেলা দুর্নীতি  প্রতিরোধ  কমিটির সহযোগীতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও জেলার  তিন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সততা স্টোর পরিচারনায় অর্থ প্রদান করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। 

এসময়, রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. জাহিদ কালাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার,দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফরহাদ হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক,  সহ জেলা তিন উপজেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

বক্তারা,  দুর্নীতি ঠেকাতে আজকের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।  এই সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের নীতি নৈতিকতা শিখাতে সাহায্য করবে। দুর্নীতি দমন কমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানান সকলে। 
আলোচনা সভা শেষে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোরের অনুকূলে প্রতিটি প্রতিষ্ঠানে নগত ১০,০০০ টাকা করে প্রদান করা হয়।

শেয়ার করুন