নানিয়ারচরে শিক্ষার্থীদের আর্থিক অনুদান এবং স.প্রা: বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 14-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক রাঙামাটির নানিয়ারচরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ই মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ল্যাপটপ ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সাংসদ দীপংকর তালুকদার।
অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস‍্য  ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, সমাজসেবা অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার ও সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ প্রমূখ। 
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সৈনিক হবে নতুন প্রজন্ম। তাই তাদের ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে তৈরি হতে হবে। ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারলে আজকের প্রজন্মই স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নকে বাস্তবে রূপ দেন।
এসময় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রধান অতিথি এলাকার গরীব ও মেধাবী ৯০জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় উপজেলার ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।

শেয়ার করুন