পুলিশের কৃতিত্বে ঠিকানা পেলো বৃদ্ধা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 02-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

একজন সত্তুরোর্ধ মা; বয়সের ভারে কিছুটা বিকারগ্রস্ত, তিনি কিভাবে রাঙামাটি এসে পড়েছেন জানেন না। ঠিকমতো কথাও বলতে পারেন না। এই বৃদ্ধাকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাঙামাটি শহরের তবলছড়ি বিএডিসি এলাকায় পাকা রাস্তার উপর পড়ে থাকতে দেখে নিজেদের হেফাজতে নিয়ে আসে পুলিশ। তাকে খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থির করা গেলেও তিনি কিছুই বলতে পারছিলেন না।


পরে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বুদ্ধি করে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুড়ির ছবিসহ প্রচার করে দেন আত্মীয় স্বজনের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে। এ ছাড়া তিনি পুলিশের বিভিন্ন পর্যায়ে খবরটি ছড়িয়ে দেন।

অবশেষে বুধবার বৃদ্ধার সন্তান আমীর হোসেন মায়ের খবর জানতে পেরে চট্টগ্রাম থেকে রাঙামাটি ছুটে আসেন। পরম মমতাময়ী মাকে বুঝে নেন পুলিশের কাছ থেকে। পাশাপাশি কৃতজ্ঞতা জানান  পুলিশকেও। তিনি জানান, তার মায়ের মানুসিক ভারসাম্য কিছুটা কমে যাওয়ায় কখন কিভাবে তিনি রাঙামাটি এসে পৌঁছেছেন তারা জানতেন না।

শেয়ার করুন