বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 22-05-2023
ফাইল ছবি : সংগৃহীত

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কর্তৃক পরিচালিত দেশের  বৃহত্তম বেসরকারি বৃত্তি পরীক্ষা "শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি" ২০২২ বাঘাইছড়ি উপজেলার  বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের 'সনদ ও পুরস্কার বিতরণী' অনুষ্ঠান আজ ২০ মে- শনিবার সকাল ৯ টায় উপজেলা মিলনায়তন সম্মেলন কক্ষে গাউসিয়া কমিটি বাঘাইছড়ি উপজেলা সভাপতি ও সাবেক প্যানেল মেয়র, জনাব হাজী আবদুশ শুক্কুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।  
এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ গিয়াস উদ্দিন মামুন,বিশেষ বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলা সাবেক সচিব শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিল’র জনাব পারভেজ আলী,কাচালং দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা ওমর ফারুক,বৃত্তি পরিচালনা কমিটির জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল জলিল,কাচালং বর্ডারগার্ড স্কুল এন্ড কলেজ এর ভাইস প্রিন্সিপাল সুমি চাকমা,উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক লিটন দত্ত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাষ্টার সুলাইমান বাদশা,মাস্টার নাইম উদ্দিন,উপজেলা বৃত্তি পরিচালক আব্দুস সত্তার নিশাত প্রমুখ। পরিশেষে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন