বিজিবি’র হস্তক্ষেপে বন্ধ হলো পাহাড় কাটা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 04-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ৩৭ বিজিবি রাজনগর জোনের অভিযানে ড্রেজার মেশিন দিয়ে পাহাড় কাটা বন্ধ হয়েছে।

শুক্রবার ( ০৩ মার্চ) বিকালে  রাজনগর জোন এর আওতাধীন চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ছনটিলা নামক স্থানে, স্থানীয় মোঃ বাবুল হোসেন (৪০)  কর্তৃক ড্রেজার মেশিন দিয়ে পাহাড়ে মাটি কাটার কাজ শুরু করে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় বিজিবি।

পরবর্তীতে বিষয়টি অবহিত হওয়ামাত্র জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি, তৎক্ষণাৎ মাটি কাটা বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে চাইল্যাতলী বিজিবি ক্যাম্প কমান্ডার কর্তৃক জমির মালিক মোঃ বাবুল হোসেন’কে বাধা প্রদান করেন এবং পাহাড় কাটা বন্ধ রাখেন। এ ব্যাপারে পরবর্তীতে মোঃ বাবুল হোসেন ভবিষ্যতে পাহাড়ের মাটি কাটবে না মর্মে একটি মুচলেকা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার একটি মুচলেকা প্রদান করেন । অতঃপর পাহাড় কাটার কাজ বন্ধ করে ড্রেজার মেশিন নিয়ে ফেরত চলে যেতে বাধ্য হয়।

 

শেয়ার করুন