মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে রাঙামাটিতে বাংলা নববর্ষ বরণ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 15-04-2024
ফাইল ছবি : সংগৃহীত

মঙ্গল শোভাযাত্রা’,লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাঙামাটিতে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন করা হয়েছে। পয়লা বৈশাখের উৎসবের অন্যতম আকর্ষণ ‘মঙ্গল শোভাযাত্রা’।

রাঙামাটি জেলা প্রশাসনের  উদ্যোগে আয়োজিত পৌর সভা প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রাঙ্গামাটির প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসনের চত্বরে এসে শোভাযাত্রাশেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় গ্রামীন লোকজ মেলা।


আজ সকাল থেকেই মানুষের ঢল নামে রাজপথে। নারীরা পুরুষ সকলে বাঙালিয়ানার সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেন। পরে লোকজ মেলা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান উপভোগ করন তারা । 

শেয়ার করুন