রাঙামাটি পৌর এলাকায় ৩ হাজার অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার বিকলে দলীয় কার্যালয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
এসময় জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হাজী ছলিম উল্ল্যাহ সেলিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য আশিষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব, আশিষ দাশ গুপ্ত, ওয়াশিংটন চাকমা, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বনরূপা জামে মসজিদের সামনে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক রতন নাথ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি নূর আজাদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মানিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আসরের নামাজের পর ভেদভেদী বিদ্যুৎ অফিসের সামনে রোজাদারদের মাঝে ইফতারে সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল মাওলা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক নরেশ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্র চাকমা বর্ম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক রিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদুল হক বদরুল, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে নেতাকর্মীরা অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন।