রাঙামাটিতে জল উৎসব দিয়ে শেষ হলো বৈসাবী
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 16-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটির কাউখালী উপজেলার পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সম্প্রদায়ের মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবের আয়োজনের মধ্য দিয়ে প্রধান সামাজিক অনুষ্ঠান বৈসাবী শেষ হয়েছে।

আজ  ১৬ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় রাঙামাটিতে উৎসবের শেষ দিনে মারমা সম্প্রদায়ের তরুন তরুনীরা একে অপরকে পানি ছিটিয়ে দিয়ে পুরনো বছরের সব দুঃখ, কষ্ট, গ্লানি ধুয়ে-মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সাংগ্রাই জল উৎসবে মেতে ওঠেন। এ উৎসবকে কেন্দ্র্র করে কয়েক হাজার নারী-পুরুষ সমবেত হন।

মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাংগ্রাই জল উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এবং  (মাসস) সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংস্ইু প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিজিবি’র সদর সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্ণেল মোঃ তরিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল বিএম আশিকুর রহমান, আর্মি সিকিউরিটি ইউনিট রাঙামাটি শাখার ডেট কমান্ডার লেঃ কর্ণেল মেছবাহুল আলম সেলিম (পিএসসি) প্রমুখ।

আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী মং (ঘণ্টা) বাজিয়ে ও ফিতা কেটে জল উৎসবের উদ্বোধন করেন দীপংকর তালুকদার। এরপর মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা কয়েকটি দলে ভাগ হয়ে একে অপরকে জল ছিটিয়ে জল উৎসবে মেতে ওঠেন। পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পানি খেলা দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবস্থলে সমবেত হয়। এ উৎসব দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। সবস্তরের মানুষের উপস্থিতিতে এ উৎসব পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালির মিলন মেলায় পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা জনগোষ্ঠী সাংগ্রাই জল উৎসব উদযাপন করে থাকেন। এ উৎসবটি সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে কিছুটা ধর্মীয় অনুভূতিও এর সঙ্গে মিশে রয়েছে। 
 

শেয়ার করুন