রাঙ্গামাটির ২৯৯ নং সংসদীয় আসনে পুনরায় আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় রাঙ্গামাটি শহরে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামীলীগ কর্তৃক রাঙ্গামাটির বর্তমান সাংসদ দীপংকর তালুকদারকে পুনরায় আওয়ামীলীগের নৌকার প্রতিকের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর রবিবার জেলার নেতাকর্মীরা আনন্দ উচ্ছাসে ফেটে পড়ে এবং সন্ধ্যায় বনরুপা হতে আওয়ামীলীগ ও সহযোগি নেতৃবৃন্দের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের বনরুপা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে কোর্ট বিল্ডিংসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে বনরুপা আলিফ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি মো: সোলায়মান চৌধুরী, জেলা যুবলীগ সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না পৌর কাউন্সিলর মো: জামাল উদ্দিনসহ অঙ্গ সহযােগি সংগঠনের নেতৃবৃন্দ।