দেশব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিতের অংশ হিসেবে রাঙামাটিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে ইফতার বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে রাঙামাটি শহরের বনরুপা বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ ও রাঙামাটি সিভিল সার্জন অফিস যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করেন।
এসময় মনিটরিং কার্যক্রমের নের্তৃত্ব দেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ।এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর সেলিম সালাহউদ্দিন।
মনিটরিং কার্যক্রমে, বিভিন্ন ইফতার বিক্রেতাদের মাস্ক, ক্যাপ, গ্ল্যাভস পরিহিত অবস্থায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ইফতার প্রস্তুত ও বিক্রয় এর নির্দেশনা প্রদান করা হয়। ইফতার সামগ্রী তে কোন ক্ষতিকর রঙ ও ক্যামিকেল ব্যবহার না করতে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়। জনস্বার্থে ম্যাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।