রাঙামাটির পাঁচ প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 03-12-2023
ফাইল ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ২৯৯নং রাঙামাটির সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাঙামাটিস্থ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিলকৃত সকলের মনোনয়নপত্র বাছাই শেষে মনোনয়নপত্রে সকল কাগজপত্র সঠিক থাকায় দাখিলকৃত মনোনয়নপত্র জমা দেয়া ৫ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান।  


রোববার সকালে রাঙামাটির জেলা প্রশাসক রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত বাছাই অনুষ্ঠানে প্রার্থী ও প্রার্থীর প্রস্তাবকারী-সমর্থনকারীদের উপস্থিতিতে এ বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।


জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বৈধ প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে।  

শেয়ার করুন