মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, দাবি বকেয়া বেতন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 23-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের কটন টেক্সটাইল নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করছে। আজ ২৩ এপ্রিল (শনিবার) সকাল ৯ টার দিকে কটন টেক্সটাইলের শ্রমিকরা এই বিক্ষোভ আরম্ভ করেন।

মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হল সংলগ্ন পোস্ট অফিসের সামনের রাস্তা অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। ফলে এই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (পেট্রোল) মোঃ আফজাল হোসেন বলেন, কটন টেক্সটাইলের মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে কথা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত মীমাংসার চেষ্টা চলছে। রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

 

শেয়ার করুন