হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড়, বেশির ভাগই শিশু
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 02-09-2024
ফাইল ছবি : সংগৃহীত

১০ মাস বয়সের আদিবা ডায়রিয়া আক্রান্ত পাঁচ দিন ধরে। দুই দিন ধরে ভর্তি রয়েছে হাসপাতালে। অসুস্থ শিশুটি ঠিকমতো ঘাড়ও নাড়াতে পারছিল না। তাকে কোলে নিয়ে হাসপাতালের মেঝেতে নানি বসে আছেন। আর শিশুটির মা শারমিন আক্তার দাঁড়িয়ে রয়েছেন স্যালাইন হাতে।

আজ রোববার বিকেলে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় এই চিত্র। শিশু আদিবার বাড়ি নোয়াখালী পৌরসভার সফিপুর এলাকায়। তার মা শারমিন আক্তার বলেন, স্যালাইন টাঙানোর কোনো স্ট্যান্ড নেই। তাই কয়েক ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন। তিনি জানালেন, পাঁচ দিন আগে মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়। সঙ্গে জ্বরও রয়েছে। প্রথম তিন দিন বাড়িতে চিকিৎসক দেখিয়ে ওষুধ খাইয়েছেন। সুস্থ না হওয়ায় উপায় না দেখে সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল থেকে কেবল একটি স্যালাইন দিয়েছে। বাকি সব ওষুধ তাঁরা বাইরে থেকে কিনে এনেছেন।


 

শেয়ার করুন