তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে রাঙামাটিতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় জানাযা মাঠে এই নামাজের আয়োজন করা হয়।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, আহলে সুন্নাত রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী। এ সময় শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে নানা বয়সী মুসল্লিরা নামাজে অংশগ্রহন করেন।
নামাজ আদায়ের আগে সুন্নাত অনুযায়ী সমবেত মুসুল্লিগণ একনিষ্ঠ চিত্তে মহান আল্লাহর কাছে তাদের ইচ্ছা-অনিচ্ছায় করা সকল গুনাহ থেকে তওবা করেন। এসময় অনেকে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন। পরে মোনাজাত করা হয়।
মুসল্লীরা জানান,‘আমরা এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি।’
রাঙামাটি সুন্নী ওলামা পরিষদের আহবায়ক মাওলানা মো নঈম উদ্দীন বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (স.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইসতিসকা বলে। ইসতিসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।