শনিবারে খোলা থাকবে ব্যাংক: বাংলাদেশ ব্যাংক
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 28-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যবসা-বাণিজ্যের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সময় সীমা অনুযায়ী আগামী ৩০ এপ্রিল (শনিবার) সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

আজ ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক নির্দেশনায় এই কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে বাড়তি লেনদেন হচ্ছে, ফলে ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। এ প্রেক্ষিতে ৩০ এপ্রিল (শনিবার) সীমিত লোকবল নিয়ে সারাদেশে ‘সীমিত পরিসরে’ ব্যাংক খোলা থাকবে। লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত; তবে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
এর আগে ২৯ এপ্রিল শুক্রবার এবং ৩০ এপ্রিল শনিবার পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

 

শেয়ার করুন