রাঙামা‌টি‌র ভোটকেন্দ্রগুলোতে নির্বাচন সামগ্রী প্রেরণ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 06-01-2024
ফাইল ছবি : সংগৃহীত

আগামীকাল ৭ জানুয়ারী র‌বিবার দ্বাদশ সংসদ নির্বাচ‌ন অনুষ্ঠানের জন্য রাঙামাটি‌তে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।

রাঙামা‌টি সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের কার্যাল‌য়ে গি‌য়ে দেখা গে‌ছে, আজ শ‌নিবার বেলা ৯ টা থেকে ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে। ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা তাদের সহকর্মীদের নিয়ে নির্বাচনী সামগ্রী গ্রহণ করে ভোটকেন্দ্রে যেতে শুরু করেছেন।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোস্তফা জা‌বেদ কায়সা‌রের নেতৃত্বে কঠোর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্তদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির দশ উপজেলার দুই পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন। দ্বাদশ জাতীয় নির্বাচনে এবার ভোটকেন্দ্র সংখ্যা ২১৩টি; যারম‌ধ্যে দুর্গম এলাকার ১৮টি হে‌লিস‌র্টি কেন্দ্র।

নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। তারা হলেন আ.লীগের দীপংকর তালুকদার (নৌকা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে (ছ‌ড়ি) ও তৃণমূল বিএনপির মো. মিজানুর রহমান (সোনালি আঁশ) মার্কা নিয়ে প্রতিদন্দ্বিতা করছেন।

এদিকে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রসহ বিভিন্ন এলাকা টহল শুরু করেছে। মোতায়েন করা হয়েছে বিজেবি, র‌্যাব, আর্মড পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।


 

শেয়ার করুন