রাঙামা‌টি‌র শ্রেষ্ঠ থানা ব‌রকল, সেরা পুলিশ অফিসার জাহিদুল ইসলাম
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 06-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামা‌টি জেলা পু‌লিশ বিভাগে মার্চ মাসের অভিন্ন মানদন্ডের আলোকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জা‌হিদুল ইসলাম জেলায় সেরা অফিসার নির্বাচিত হয়েছে । একই সা‌থে কোতয়ালী থানার ক‌বির হোসেন শ্রেষ্ঠ ইনচার্জ ও বরকল শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বা‌চিত হয়েছে।

আজ ৬ এপ্রিল (বুধবার) রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা বিষয়ক সভায় পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্ছের হোসেন এর সভাপতিত্বে  অফিসারদের সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।  

এ সময় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের উন্নয়নে একসাথে কাজ করতে হবে। সকলের উপর অর্পিত দায়িত্ব কর্মদক্ষতার সহিত দায়িত্ব পালন কর‌তে হ‌বে।

পরে, অভিন্ন মানদন্ডের আলোকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়। এদের ম‌ধ্যে জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ জাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন কোতয়ালী থানার কবির হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন কোতয়ালী থানার মোহাম্মদ আফজাল হোসেন, শ্রেষ্ঠ এস.আই (নিরস্ত্র) নির্বাচিত হন লংগদু থানার মোহাম্মদ শাহাবুর আলম, শ্রেষ্ঠ এ.এস.আই (নিরস্ত্র) নির্বাচিত হন কোতয়ালী থানার সুজন কুমার দে।

এছাড়াও বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে পুলিশ ও নন-পুলিশ সদস্যগনকে এককালীন চিকিৎসা সাহায্য বাবদ মুঞ্জুরীকৃত দেড় লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন, ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন