রাঙামাটির রাজস্থলী উপজেলার তিননং বাঙালহালিয়া ইউনিয়নের মুন্সি পাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় সাজা প্রাপ্ত আসামি মো. আলমগীর আরিফ (৪০) রবিবার রাত গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানা পুলিশ রাঙামাটির রাজস্থলীর বাঙালহালিয়া মুন্সি পাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে কোটের মাধ্যমে হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়- আসামী আলমগীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন মামলা ১৬/২৩ চন্দ্রঘোনা থানায় মামলা হয়। এরপর থেকে আসামী পলাতক ছিল। গতরবিবার রাত গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চন্ত্রঘোনা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম এর নেতৃত্বে এ এস আই( নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ বাঙালহালিয়া শফিপুর মুন্সি পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
চন্দ্রঘোনা থানার অফির্সাস ইনচাজ (ওসি) শফিউল আজম বলেন- পলাতক আসামি আলমগীর আরিফ কে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। সে রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর মুন্সি পাড়া আবদুল মান্নানের ছেলে।