রাঙ্গামাটির লংগদুতে ঐতিহ্যবাহী তিনটিলা বন বিহারে ১২তম মহাসংঘদান,কল্পতরু দান, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, ধর্মস্কন্ধ পূজা,চুরাশি হাজার প্রদীপ প্রজ্জ্বলনসহ নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ মার্চ) সকাল ৯.০০ টায় লংগদু তিনটিলা বনবিহারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেব মনুষ্য তথা সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গলার্থে সদ্ধর্মের শাসন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও উন্নতির লক্ষ্যে প্রত্যেক বৎসরের ন্যায় এ বৎসরও লংগদু তিনটিলা বৌদ্ধ বনবিহার মাঠ প্রাঙ্গণে উক্ত ধর্মীয় অনুষ্ঠান পালন করে তারা।
এসময় উপস্থিত ছিলেন,প্রশান্তি অরুন্য কুঠির বামে আটারকছড়া লংগদুর শুভপ্রিয় ছবির অধ্যক্ষ আর্যবোধি মহাস্থবির, ক্ষান্তিপুর অরুন্য কুঠির গরগচ্ছাছড়ি খাগড়াছড়ির অধ্যক্ষ সংঘসার মহাস্থবির সহ বিভিন্ন বিহারের ভান্তেগণ।