সাজেকে ট্রাক দূর্ঘটনায় নিহতদের ৫ লক্ষ, আহতদের ২ লক্ষ করে দিবে বিআরটিএ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 25-04-2024
ফাইল ছবি : সংগৃহীত

সাজেকে ড্রাম ট্রাক দূর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৯ জন এবং আহত ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তারমধ্যে সামিউল উদ্দিন(১৯) পিতা আবুল হাসেম, মো. আহির উদ্দিন(৪০) ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) থেকে নিহত প্রতিজনকে ৫ লক্ষ এবং আহতদের ২ লক্ষ দেওয়া হবে। পাশাপাশি বাঘাইছড়ি উপজেলা পরিষদের পক্ষ থেকে লাশ পরিবহন খরচ হিসেবে দশ হাজার টাকা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

মো.লালন মিয়া (১৮) পিতা আবজাল মিয়া কুড়িগ্রাম, মো. লালন(২৭) পিতা আবুল হাসেম ময়মনসিংহ, জাহিদ হাসান(২৪) পিতা আব্দুল জব্বার শ্যামগঞ্জ, মোবারক হোসেন(৩২) পিতা মকবিল হোসেন।

 

৯ জন নিহতদের নাম ও ঠিকানা মো. আব্দুল মোহন (১৬) কিশোরগঞ্জ, বাবু (২০) কিশোরগঞ্জ, সাগর(২২) গাজীপুর, অলিউল্লাহ(৩৬) কাপাসিয়া, গাজীপুর, শাহ আলম (২৮) পিতা মো. মহিদুল্লা ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, নয়ন(২৯) পিতা হেলাল উদ্দিন ঈশ্বরগঞ্জ, এরসাদুল(৩০) পিতা রিয়াসাদ আলী ভূঁইয়া, তপু হাসান(২৮) পিতা আব্দুর জাব্বার গৌরিপুর, ময়মনসিংহ, জসিম উদ্দিন(২৭) পিতা আব্দুস শুক্কুর।

যারা ড্রাম ট্রাক দূর্ঘটনার স্বীকার হয়েছেন তারা সকলে কিশোরগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ এবং একজনের বাড়ি কক্সবাজার। ২৪ এপ্রিল সাজেকে সীমান্ত সড়ক নির্মাণ শ্রমিক হিসেবে ১৫ জন একসাথে যাওয়া পথে এ দূর্ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার সহকারি পুলিশ সুপার আবদুল আউয়াল চৌধুরী বলেন, নিহত ৯ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের মাঝে হস্তান্তর করা হবে। আহত যারা আছেন সকলে মোটামোটি সুস্থ আছে।

উল্লেখ, বুধবার (২৪ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাধীন ৩৬ নং সাজেক ইউনিয়নের সাজেক-উদয়পুর রোডের ৯০ ডিগ্রি এলাকায় ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। ট্রাকে থাকা ১৫ জন শ্রমিকের মধ্যে ৬ জন আহত এবং ৯ জন শ্রমিক নিহত হয়।


 

শেয়ার করুন