রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় শ্রমিকবাহী ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৮ জন। আজ বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সীমান্ত সড়কে কাজের উদ্দেশ্যে মিনি ট্রাকে করে ১৫ শ্রমিক গাজীপুর ও ময়মনসিংহ থেকে সাজেক আসছিলেন। মৃতের সংখ্যা বাড়তে পারে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, পুলিশ পৌঁছালে বিস্তারিত জানতে পারব। এখনো কারও নাম পরিচয় শনাক্ত করা যায়নি।