অপারেশন থিয়েটারে বাফুফে সভাপতি
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 28-12-2023
ফাইল ছবি : সংগৃহীত

হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি ও সাবেক কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের তার ওপেনহার্ট সার্জারি (বাইপাস) করা হবে।

 

এর আগে একই হাসপাতালে দশ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশি সহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ আনা হয় সালাউদ্দিনের। পরে সকাল সাড়ে সাতটার দিকে বাফুফে সভাপতিকে অপারেশনের জন্য প্রস্তুত করে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

 

 

বাফুফে ও পরিবারের দেয়া তথ্য মতে, নয়টার দিকে অ্যানেস্থিসিয়া দেয়ার পর আনুষ্ঠানিক অপারেশন শুরুর পথে। অত্যন্ত জটিল ও সংবেদনশীল অপারেশন শেষ হতে কয়েক ঘন্টা সময় প্রয়োজন।

 

এদিকে বিদেশে নিয়ে কাজী সালাউদ্দিনের চিকিৎসা করানোর পরিকল্পনাও করেছিল তার পরিবার। তবে স্থানীয় চিকিৎসকদের আশ্বাসে ঢাকাতেই অপারেশনে সম্মতি দেয় সালাউদ্দিনের পরিবারের সদস্যরা। ৭০ বছর বয়সী কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্বের সংকটপূর্ণ অবস্থায় ফেডারেশন ও তার পরিবার দোয়াপ্রার্থী।

শেয়ার করুন