কে এই রিয়া গোপ, যার নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 09-03-2025
ফাইল ছবি : সংগৃহীত

গত জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে ছয় বছরের রিয়া গোপের। পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে।

তার স্মরণে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ হয়েছে। এখন থেকে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আজ এই স্থাপনার নতুন নাম সংশ্লিষ্টদের অবহিত করেছেন।

গত বছরের ১৯ জুলাই দুপুরের খাওয়া শেষ করে ছাদে খেলতে যায় রিয়া গোপ। কিছুক্ষণ পরই বাসার সামনে হইহল্লা শুরু। এমনটা দেখেই রিয়ার বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে।

নিয়তির কী পরিহাস, মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে লাগে মাথায়। মুহূর্তেই রিয়া ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভেজা মেয়েকে নিয়ে বাবা ছোটেন হাসপাতালে। কিন্তু বাঁচানো গেল না রিয়াকে। সবাইকে কাঁদিয়ে মেয়েটি চলে যায় না ফেরার দেশে।

রিয়া গোপ

রিয়া গোপছবি: পরিবারের সৌজন্যে

ক্ষমতা গ্রহণের পর ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। কদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা। আজ আরও চারটি ক্রীড়া স্থাপনার নতুন নামকরণ হলো।

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশাপাশি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সকে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স হিসেবে নামকরণ করা হয়েছে।

এ ছাড়া রমনা টেনিস কমপ্লেক্স থেকে ‘শেখ জামাল’ বাদ দিয়ে জাতীয় টেনিস কমপ্লেক্স করা হয়েছে আর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শেখ কামাল অডিটরিয়ামের নতুন নাম রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন।

শেয়ার করুন