দীর্ঘ পাঁচ বছর পর আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো ব্রাজিল। কাতার বিশ্বকাপের ড্র, এর একেদিন আগেই পেল দারুণ সংবাদ বিশ্বকাপের সবচেয়ে সফলতম দল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির বিপক্ষে ঘরের মাঠে ৪-০ ও বলিভিয়া সফরে গিয়ে ৪-০ গোলে বড় জয় তুলে সেলেকাওরা সুফল পেয়েছে র্যাংকিংয়ে।
আজ ৩১ মার্চ (বৃহস্পতিবার) ফিফার ঘোষিত সর্বশেষ র্যাংকিংয়ে শীর্ষে উঠেছে নেইমার জুনিয়র-থিয়াগো সিলভার দল। দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পরে র্যাংকিংয়ে শীর্ষ অবস্থান ফিরে পেল দলটি। র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে রয়েছে, ১. ব্রাজিল, ২. বেলজিয়াম, ৩. ফ্রান্স, ৪. আর্জেন্টিনা, ৫. ইংল্যান্ড ৬. ইতালি, ৭. স্পেন, ৮. পর্তুগাল, ৯. মেক্সিকো ও ১০ নেদারল্যান্ডস।
উল্লেখ্য, ২০১৭ সালের জুনে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কাছে শীর্ষস্থান হারিয়েছিল ব্রাজিল। পরের বছর রাশিয়া বিশ্বকাপ জিতে সেলেকাওদের শীর্ষের মুকুটটা ছিনিয়ে নেয় ফ্রান্স। পরে তাদের হটিয়ে লম্বা সময় ধরে রাজত্ব ধরে রাখে বেলজিয়াম। অবশেষে তাদের হটিয়ে আবারও সেরার মুকুট নিজেদের করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।