২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে প্রতি বছরের ৬ এপ্রিল উদযাপন করা হয়। এবারের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসটি ‘সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি’ -এই প্রতিপাদ্য নিয়ে পালন হচ্ছে।
১৮৯৬ সালে, এইদিনে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক গেমস যাত্রা করেছিল। জাতিসংঘ ২০১৩ সালের সাধারণ সভায় দিনটিকে ‘উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ হিসেবে বেছে নেয়।
আজ ৬ এপ্রিল (বুধবার) সকাল ৭টায় ঢাকার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে দিবসটি উপলক্ষে র্যালি করা হয়। র্যালিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ক্রীড়া দিবসটি স্মরণ করছে।