হৃদ্রোগে আক্রান্ত হয়ে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিলেন তামিম ইকবাল। এখন তিনি অনেকটাই সুস্থ। আজ তাঁকে দেখা গেল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও। চেনা আঙিনায় তামিমের ফেরাটা অবশ্য খেলার জন্য নয়।
এবারের প্রিমিয়ার লিগের ম্যাচে হার্ট অ্যাটাক হয় তামিমের। তার আগপর্যন্ত প্রিমিয়ার লিগে তামিম খেলেছেন মোহামেডান ক্লাবের হয়ে, দলটির নেতৃত্বও দিয়েছেন। আজ আবাহনীর বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতেই মিরপুরে হাজির হন তামিম।
দুপুরের পর নিজ গাড়িতে মিরপুরে আসা তামিম শুরুতে প্রেসিডেন্ট বক্সে যান। সেখান থেকে নিচে মোহামেডানের ড্রেসিংরুমে যান তিনি। এ সময় তাঁর সঙ্গে দেখা করেন মোহামেডানের সতীর্থরাও। সবাই তামিমের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
গত মাসের শেষদিকে বিকেএসপিতে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক হয় তামিমের। পাশেই গাজীপুরের কেপিজে হাসপাতালে তাঁর হার্টে রিং পরানো হয়। পরে এভারকেয়ার হাসপাতাল হয়ে তামিম গিয়েছিলেন সিঙ্গাপুরেও। তাঁকে নিয়ে এখন আর তেমন শঙ্কা নেই বলেই জানা গেছে।