বান্দরবানে দীর্ঘ আট ঘন্টারও বেশি সময় ধরে মোবাইল ডাটা (ইন্টারনেট) বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে মোবাইল ব্যবহারকারীরা।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে জরুরি কাজে মোবাইল ডাটা ব্যবহার করতে না পারার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যাবহারকারীদের মধ্যে।
স্থানীয়রা জানান, বান্দরবানে গ্রামীণ ফোন,টেলিটক ও রবি তিন অপারেটর মিলে জেলায় অন্তত ৮ লাখ মোবাইল সীম ব্যাবহারকারী রয়েছে। আজ সকাল থেকে এই তিন অপারেটরের কোনটিতেই মোবাইল ইন্টারনেট ব্যাবহার করতে না পারায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যাবহারকারীদের।
সুফল চাকমা নামে এক গণমাধ্যম কর্মী জানান, সকালে মোবাইল নিয়ে দেখি মোবাইলের ডাটা ব্যবহার করতে পারছি না। দেশের এই পরিস্থিতিতে অফিসে জরুরী সংবাদ পাঠাতে বিভিন্ন জনের দ্বারস্থ হয়ে হিমসিম খেতে হচ্ছে।