বর্তমান সময়ে শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক সংকটের জন্য সামনের এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা উঠেছিল। অবশেষে কেটে গেল সেই আশঙ্খা। শ্রীলঙ্কার মাটিতেই হবে এবারের এশিয়া কাপ।
চলতি বছর আগস্ট-সেপ্টেম্বরে (২৭ আগষ্ট-১১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২২ এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ আরও একটি দল অংশ নেবে।
এ ব্যাপারে মিরপুরে সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী গতকাল বলেছেন, মূলত এসিসি থেকেই এশিয়া কাপের সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত যা জানি- শ্রীলঙ্কাই আয়োজন করছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফর করেছে। তাদের হোস্টিংয়ের চ্যালেঞ্জ হয়ত কাটিয়ে উঠেছে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে।’
এরপর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশের সাথে ভারত-পাকিস্তানের মত হাই প্রোফাইল দলগুলোও যাবে। তাই আমাদের চেয়ে এসিসিই এটা নিয়ে বেশি ভাবছে। আশা করি বিষয়টা তারা সেভাবেই সামাল দিবে।
২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২০ সালে করোনা মহামরির কারণে টুর্নামেন্টটি হয়নি। লম্বা সময় পর আগামী মাসে শুরু হচ্ছে এশিয়ান দেশগুলোর লড়াই।