বান্দরবানের আলীকদম উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়ি বাজার এলাকায় এ দূূর্ঘটনা ঘটে। নিহতরা হলো, রেপারপাড়ি বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের তিন বছর বয়সী ছেলে রিফাতুল ইসলাম ও মনির আহমদের আড়াই বছর বয়সী ছেলে ফজলুল করিম ফাইজাম।
সূত্র জানায়, আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রিফাতুল ও ফাইজাম বাড়ির পাশে এক সাথে খেলা করছিল। এক পর্যায়ে বিদ্যুতায়িত মোটর সংযোগের সাথে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সের চিকিৎসক ছলিমা খানম রুপা জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।
এদিকে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এই বিষয়ে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে, এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।