রুমায় ছাত্র লীগের মতবিনিময় সভা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 25-11-2023
ফাইল ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর বাহাদুর উশৈসিং এমপি’কে বিপুল ভোটে সপ্তমবারের মতো সাংসদ নির্বাচিত করতে রুমার ৪টি ইউনিয়নের ছাত্রলীগের প্রচারণা টিম গঠন করা হচ্ছে।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় রুমা সদরে রুমার ছাত্রলীগের আয়োজিত এক মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে ছাত্রলীগের নেতা কর্মীরা এ কথা জানিয়েছেন।

ছাত্রলীগ নেতারা বলেছেন, আসন্ন দ্বাদশ সাংসদ নির্বাচনে রুমা উপজেলা থেকে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে নিরঙ্কুশ ভাবে নৌকার প্রতীকের বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে প্রচারণায় কাজ করবে, বান্দরবানে রুমার ছাত্রলীগ।

এ প্রচারণায় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র কর্মযজ্ঞ এবং “স্মার্ট বাংলাদেশ” চলমান বিষয়েও প্রত্যেক ভোটারের কাছে এ বার্তা পৌঁছানো হবে বলে রুমার ছাত্রলীগের সাধারণ সম্পাদক অংচোওয়াং মার্মা জানিয়েছেন।

রুমার ছাত্রলীগের সভাপতি ভানমুন নোয়ান ওরফে আনোয়াম বমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অংকন দাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরফান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রনি বড়ুয়া, অর্থ সম্পাদক মংসাইঅং মার্মা, উপ-প্রচার সম্পাদক নিপন দত্ত, দপ্তর সম্পাদক নয়ন ধর, গ্রন্থ ও প্রচারণা সম্পাদক সজল বড়ুয়া, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জতিমং মার্মা, এবং রুমা সাঙ্গু সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডমংপ্রু মার্মা। মতবিনিময় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অংচো ওয়াং মার্মা।


 

শেয়ার করুন