বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ফলগাছের চারা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 19-06-2022
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এবং জেলার কৃষক সমবায় সমিতির মাঝে ফল গাছের চারা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আজ ১৯ জুন (রবিবার) সকালে জেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই চারা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, নিবার্হী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, মোজাম্মেল হক বাহাদুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলামসহ সরকারী বেসরকারী কর্মকর্তা এবং জেলা উপজেলার বিভিন্ন চাষীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার দেশের সকল খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষকদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে আর তা বাস্তবায়ন করছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, সকল ব্যক্তিকে তার সামর্থ অনুযায়ী নিজ নিজ আঙ্গিনায় বৃক্ষরোপন করতে হবে, আর এর ফলে অক্সিজেনের পরিমান বৃদ্ধি পাবে, আর নিজের বাড়ীর পুষ্টির চাহিদা কিছুটা মিটবে।

এ সময় তিনি আরও বলেন, পার্বত্য জেলা পরিষদ প্রতিবছরই চাষীদের প্রচুর ফলদ,বনজ, ওষধি চারা এবং কৃষি যন্ত্রপাতি বিনামুল্যে বিতরণ করে এবং আগামীতেও চাষীদের উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বান্দরবানের জেলা ও উপজেলার ১০০জন চাষীকে বিভিন্ন রকমের ফলের চারা, ১১টি ফুট স্প্রে মেশিন এবং বিভিন্ন কৃষক সমবায় সমিতিকে ১৩টি পাওয়ায় টিলার মেশিন এবং ২৫টি গরুর বাচুর প্রদান করা হয়।

শেয়ার করুন