বান্দরবান পৌরসভার নতুন মেয়র সৌরভ দাশ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 05-05-2023
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবান পৌরসভার নতুন মেয়র হিসাবে দায়িত্ব পেলেন জনপ্রিয় জনপ্রতিনিধি সৌরভ দাশ শেখর।

গত ২ মে ২০২৩ ইং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখা কর্তৃক জারি করা উপ সচিব মো: আব্দুর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান পৌরসভার মেয়র (মো: ইসলাম বেবী) এর মৃত্যুজনিত কারনে উক্ত পৌর সভার প্যানেল মেয়র-১ সৌরভ দাশ (শেখর) কে উক্ত পৌর সভার আর্থিক ক্ষমতাসহ মেয়রের দায়িত্ব অর্পন করা হলো।

গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী জটিল রোগে আক্রান্ত হয়ে (৬৯) শেষ নি:শ্বাস ত্যাগ করেন, ফলে মেয়র পদটি শূন্য হয়ে পড়ে।

প্রসঙ্গত, বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ দাশ শেখর টানা ৩বার কাউন্সিলর নির্বাচিত হয়। তিনি করোনা মহামারির সময় পৌর এলাকায় নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রি বিতরন করে ও মেয়র ইসলাম বেবীর মৃত্যুজনিত কারনে পবিত্র ঈদ উল ফিতর এর সময় পৌর এলাকার সৌন্দর্য বর্ধন ও ঈদ গাহ মাঠে প্রত্যেক মুসল্লিদের জন্য পানি প্রদান করে স্থানীয়দের প্রশংসায় আলোচনায় আসেন।

শেয়ার করুন